সর্বশেষ

6/recent/ticker-posts

একদিনের হরতালে কত কোটি টাকার ক্ষতি?

প্রায় চার বছর পর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশের অর্থনীতির চ্যালেঞ্জিং সময়ে ঘোষিত হরতালের কারণে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মত অর্থনীতিবিদদের।
হরতালে অর্থনৈতিক ক্ষতির চিত্র তুলে ধরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সিনিয়র রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ মাহফুজ কবীর সময় সংবাদকে বলেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) ২০১৩ সালের এক জরিপে দেখা যায়, সে সময়ে একদিনের হরতালে পোশাকখাত, পরিবহনখাত, পাইকারি-খুচরা ব্যবসা, আমদানি-রফতানি ও রাজস্ব আয় মিলিয়ে ১ হাজার ৬০০ কোটি টাকা বা ২০ কোটি মার্কিন ডলার (তৎকালীন ডলারের হিসাব অনুযায়ী) ক্ষতি হতো। জরিপের প্রসঙ্গ টেনে মাহফুজ কবির বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বৈশ্বিক অস্থিরতার যে প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে সেখান থেকে এখনও বাংলাদেশ বের হয়ে আসতে পারেনি। অন্যদিকে বাজারে মূল্যস্ফীতিও রয়েছে উচ্চমাত্রায়। এই অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে হরতাল দিলে দেশের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ হবে বিপুল। হরতালে কোন কোন খাত বেশি ক্ষতির সম্মুখীন হয়, এমন প্রশ্নের জবাবে মাহফুজ কবীর বলেন, একদিনের হরতালে তাৎক্ষণিকভাবে ক্ষতির মুখে পড়ে দেশের পাইকারি ও খুচরা ব্যবসা। এছাড়া রফতানিখাতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় পোশাকখাত। রোববার (২৯ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার এবং ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, হরতাল উপেক্ষা করে দোকানপাট খোলা হলেও, দোকানগুলোতে নেই মানুষের ভিড়। বিক্রেতারা বলছেন, সকালের দিকে হরতাল উপেক্ষা করে মানুষ বের হলেও দুর্বৃত্তরা যখন বাসে আগুন দেয়া শুরু করলো, তখন জানমালের নিরাপত্তার জন্য মানুষ খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হচ্ছে না। এর আগে ২০১১ সালের জুলাই মাসে টানা ৬দিন চলা হরতাল নিয়ে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপির এক প্রতিবেদনে বলা হয়েছিল, তখনকার ৬ দিনের হরতালে দেশের ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। প্রতিটি হরতালে জিডিপির গড় ক্ষতি ছিল সাড়ে ৫ হাজার কোটি টাকা। একই প্রতিবেদনে বলা হয়, হরতালের কারণে দেশের মোট অর্থনীতির ২০ শতাংশ ক্ষতির মুখে পড়ে। এছাড়া আমদানি-রফতানিতে এ ক্ষতির পরিমাণ ১০ শতাংশ এবং শুধু একদিনের হরতালের কারণে দেশে পণ্যমূল্যের দাম বাড়ে ১০ শতাংশ।

Post a Comment

0 Comments