সর্বশেষ

6/recent/ticker-posts

মেসির সঙ্গে শান্তি বজায় রাখতে চান বার্তোমেউ


 


 অবশেষে মুখ খুললেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। গেল কিছুদিন ধরেই আর্জেন্টাইন তারকার সঙ্গে বনিবনা হচ্ছিলো না। মেসির বার্সা ছেড়ে যাওয়া নিয়ে দু'জনের সম্পর্কে অবনতি হয় অনেকটা। তবে এখন শান্তি স্থাপন করতে চান বার্সা সভাপতি।



লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চেয়ে ব্যুরোফ্যাক্স পাঠানোর পর থেকে অনেকটা নিশ্চুপ ছিলেন তিনি। মেসি তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগও এনেছিলেন, তবুও মুখ খোলেননি বার্তোমেউ। শেষ পর্যন্ত এক সাক্ষাৎকারে কিছুদিন ধরে বার্সেলোনায় ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এর বড় অংশ জুড়েই ছিলেন মেসি। দলের সেরা এই তারকার সঙ্গে লড়াইয়েও যেতে চান না বলে জানিয়েছেন বার্তোমেউ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কাতালান এক টিভিকে (টিভি ৩) দেয়া সাক্ষাৎকারে মেসির সঙ্গে নতুন করে লড়াইয়ে যেতে চান না বলে উল্লেখ করেন বার্তোমেউ।

তিনি বলেন, 'সভাপতি হিসেবে আমি মেসির সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াব না। মেসি আমাদের অধিনায়ক, আমাদের নেতা। সমস্যা মিটে গেছে। যা বলার ছিল বলা হয়েছে। আমি বিশ্বের সেরা খেলোয়াড়কে যেতে দিতে পারি না। তাকে দলের প্রয়োজন, তার মাধ্যমে সাফল্যের নিশ্চয়তা পাওয়া যায়।'

যদিও এই মৌসুম শেষে মেসি বার্সেলোনা ছেড়ে দিতে পারেন। তার সঙ্গে বার্সেলোনার চুক্তি ২০২১ পর্যন্ত। তবে ততদিনে আর ক্লাব সভাপতির আসনে থাকবেন না বার্তোমেউ। আগামী মার্চে সভাপতি পদে নির্বাচন হবে বার্সেলোনায়। আর তারও আগে আস্থা ভোটে পর্যাপ্ত ভোট না পেলে পদ হারাতে হতে পারে তাকে। তবে পদত্যাগ নিয়ে ভাবছেন না বলে জানান বার্তোমেউ।

Post a Comment

0 Comments